Sharing is caring!

আব্দুল করিম চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
চট্টগ্রামের উন্নয়নে সবাইকে একই সুরে কথা বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।বুধবার (৮ জানুয়ারি) রাতে নগরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।তিনি বলেন, পদ পাওয়া বড় কথা নয়। চট্টগ্রামের মানুষের ভালোবাসা নিয়ে সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন, আজ তা বাস্তবে রূপ নিচ্ছে। যে কোনো সময় আমি সাংবাদিকদের পাশে থাকব এবং আমিও আপনাদের সহযোগিতা কামনা করি।এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।