Sharing is caring!

বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সুমন মল্লিক:
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ বলেশ্বর নদে অভিযান চালিয়ে নিষিদ্ধ বাধা জাল ও কারেন্ট জাল উদ্ধার করে
মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, বুধবার দুপুড়ে উপজেলার বলেশ^র নদ চড় ভোলমারা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ বাধা জাল ও কারেন্ট জাল উদ্ধার করার সময় সরকারী কাজে বাধা দেয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে জেলে মনিরকে ১মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরায় জেলে মিজানকে ৫শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস।এ অভিযানে ২ লক্ষাধিক টাকার ১০ হাজার মিটার নিষিদ্ধ বাধা জাল ও কারেন্ট উদ্ধার করে বিনষ্ট করে।