Sharing is caring!
আবদ্দুল্লাহ আল নাঈম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের উজিয়ালখান নিবাসী মিষ্টি ব্যবসায়ী ধীরেন কুন্ডুর বাড়িতে সোমবার দিবাগত রাতে একটি চোর চক্র ঘরের জানালা ভেঙে প্রবেশ করে ষ্টীলের আলমিরা ভেঙে ৬ ভরি স্বর্ণ, নগদ আট হাজার পাঁচশত টাকা, মোবাইল ফোন, কাপড়চোপর সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরি করে যাবার পথে থানা পুলিশ খবর পেয়ে কাউখালী থানার ওসি নজরুল ইসলাম তার নেতৃত্বে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সুবিদপুর গ্রামের হান্নান খান এর ছেলে তুফান খান (১৫), রঘুনাথপুর গ্রামের রবিন গাইন এর ছেলে প্রিতম গাইন (১৫) ও দাশেরকাঠী গ্রামের লিয়াকত শেখ এর পুত্র নাইম শেখ (১৫)। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে তাৎক্ষনি চুরির কিছু মালামাল উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।