Sharing is caring!

টিপু সুলতান ভোলা জেলা প্রতিনিধি
ভোলায় গৃহবধূকে অমানবিক নির্যাতনের পর গলায় ফাঁস দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সমবার রাত অনুমান ১০ টার দিকে ভোলার আলিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।বর্তমানে মুমুর্ষ অবস্হায় আহত
গৃহবধু নাজমিন বেগম
ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়াডে ভর্তি রয়েছে।
আহত গৃহবধু সহ অনেকে জানান, বিয়ের পর থেকে আমার স্বামিকে যৌতুক হিসেবে অনেক বার টাকা দিয়েছি তার পরে ও বার বার টাকা দাবি করে অনেক কষ্ট করে আবার আমার বাবা প্রায় ৩ লক্ষ টাকা আমার স্বামীকে দেন, পুনরায় আবার টাকার জন্য আমায় চাপ সিষ্টি করলে আমার মা বর্তমানে বরিশাল আছে টাকা আনার জন্য আমি আমার মার কাছে গিয়েছিলাম ৬ জানুয়ারি,২০২০ইং তারিখ। সোমবার বিকেলে আমি ভোলা আলিনগর আমার বাবার বাড়ীতে আসার পর পুরায় টাকা না দিতে পারায় আমার স্বামী হাসনাইন আমাকে এলো পাথারি মারদোর করে শরিরের বিভিন্ন স্হানে রক্তাক্ত জখম করে আমার স্বামী একটি মসজিদ এ ইমামতি করে, তার মধ্যে আল্লার কোন রহমত আছে কিনা আমার মনে হয় না সে আমাকে যৌতুকের জন্য একে একে কয়েক বছর ধরে নির্যাতন করে আসছে। । তার নির্যাতনে নিরুপায় হয়ে আমি আমার স্বামীকে আমার বাবার কাছ থেকে কয়েক দফায় ৩ লক্ষ ও আরো অনেক টাকা এনে দিয়েছি।
এ বিষয়ে দৌলতখান থানায় মামলা হয়েছেন এবং কয়েকবার এলাকায় শালিস বৈঠক হয়েছে তার পর ও শান্ত হয় নাই স্বামী হাসনাইন।
গত ৬ জানুয়ারী সোমবার আমি আমার স্বামীসহ আমার বাবার বাড়িতে অবস্থান করতে ছিলাম। আমার শশ্বুর বাড়ির লোকজন গত সোমবার বার আমাদের বাসায় রাতের খাবার খাওয়ার জন্য এসেছিল। খাওয়া শেষে আমার স্বামী আমার কাছে পুরায় টাকা দাবি করে । আমি টাকা দিতে অস্বীকার করায় সে আমাকে বেধড়ক কিল ঘুষি মারতে লাগল ও আমার সারা শরীরে কামড়িয়ে অসংখ্য জখম করে ভাই, খোকন ড্রাইভার আমাকে উদ্ধার করে। ভোলা সদর হাস পাতালে ভর্তি করে, এ বিষয় ভোলা কোটে মামলার প্রস্ততি চলছে,