Sharing is caring!

আবুসাঈদ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হতদরিদ্র ঝালমুড়ি বিক্রেতা আব্দুল কাইয়ুম( ৩০) তিনি বিগত ৬ মাস ধরে বাদজ্বরে আক্রান্ত হয়ে একটি পা সচল হয়ে যায়।
তার পর থেকে আবদুল কাইয়ুম এর স্ত্রী আনোয়ারা বেগম স্থানীয় বরমী ইউনিয়নের উচ্চবিদ্যালয়ের সামনে ঝাল মুড়ি বিক্রি করে তার স্বামীর চিকিৎসা চালিয়ে যায়।
আব্দুল কাইয়ুম এর স্ত্রী জানান,সংসারের সমস্ত জিনিস পত্র বিক্রি করে স্বামীর চিকিৎসার জন্য সবইতো শেষ কিন্তু এখনো পর্যন্ত উনিকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি।
তাই সকলের কাছে আব্দুল কাইয়ুম এর উন্নত চিকিৎসার জন্য সাহায্য চেয়েছি।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার চেয়ারম্যান বাদল সরকার এবং বরমী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খন্দকার মেম্বার সহ আরও অনেকে জন কিছু সাহায্য করেছিল।
এবং দেশবাসীর আবদুল কাইয়ুম এর পরিবারের লোকজন তার উন্নত চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন।
আর্থিক সহযোগিতার জন্যে-যোগাযোগ আবদুল কাইয়ুম মোবাইল নাম্বার 01755701036।