১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

মাগুরায় ইজিবাইক চালক অন্তর হত্যার বিচার দাবীতে মানববন্ধন

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২০
মাগুরায় ইজিবাইক চালক অন্তর হত্যার বিচার দাবীতে মানববন্ধন

Sharing is caring!

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

গত ১৯ ডিসেম্বর মাগুরার শালিখা উপজেলার দেশমুখ পাড়া গ্রামের ইজিবাইক চালক অন্তর শেখ কে হত্যার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী হাসিবুল, সুজনের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসি।

 

সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন নিহত অন্তরের পিতা তাইজুল মোল্যা, মা সাথী বেগম, স্ত্রী আম্বিয়া খাতুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন ও স্থানীয় সমাজসেবক আশরাফুজ্জামান হিসাম।

 

বক্তারা জানান- এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন ও হাসিবুলের কথামত অবৈধ মাদক বহনে নিহত অন্তরের ইজিবাইকটি ব্যবহার করতে রাজী না হওয়ার জের ধরে উপজেলার হরিশপুর নুর ইসলামের বড় বাগানে নিয়ে অন্তরকে গলাকেটে হত্যা করে চিহ্নিত এ সন্ত্রাসীরা ।

 

পরে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

বক্তারা অভিযোগ করেন- বুনাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার হোসেন হত্যা মামলার আসামী সুজন ও হাসিবুলকে নিজের মোটর সাইকেলে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে। অথচ পুলিশ তাদের গ্রেফতার করতে পারছেনা।

 

নবাগত সন্তানের বয়স মাত্র ১৩ দিনের সময় এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় অন্তর। এ সময় তার নবাগত শিশু সন্তানসহ পরিবারের দেখাশোনার দ্বায়িত্বভার গ্রহনের ঘোষণা দেন বিশিষ্ট সমাজ সেবক আশরাফুজ্জামান হিসাম।