Sharing is caring!

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ
গত ১৯ ডিসেম্বর মাগুরার শালিখা উপজেলার দেশমুখ পাড়া গ্রামের ইজিবাইক চালক অন্তর শেখ কে হত্যার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী হাসিবুল, সুজনের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসি।
সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন নিহত অন্তরের পিতা তাইজুল মোল্যা, মা সাথী বেগম, স্ত্রী আম্বিয়া খাতুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন ও স্থানীয় সমাজসেবক আশরাফুজ্জামান হিসাম।
বক্তারা জানান- এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন ও হাসিবুলের কথামত অবৈধ মাদক বহনে নিহত অন্তরের ইজিবাইকটি ব্যবহার করতে রাজী না হওয়ার জের ধরে উপজেলার হরিশপুর নুর ইসলামের বড় বাগানে নিয়ে অন্তরকে গলাকেটে হত্যা করে চিহ্নিত এ সন্ত্রাসীরা ।
পরে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
বক্তারা অভিযোগ করেন- বুনাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার হোসেন হত্যা মামলার আসামী সুজন ও হাসিবুলকে নিজের মোটর সাইকেলে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে। অথচ পুলিশ তাদের গ্রেফতার করতে পারছেনা।
নবাগত সন্তানের বয়স মাত্র ১৩ দিনের সময় এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় অন্তর। এ সময় তার নবাগত শিশু সন্তানসহ পরিবারের দেখাশোনার দ্বায়িত্বভার গ্রহনের ঘোষণা দেন বিশিষ্ট সমাজ সেবক আশরাফুজ্জামান হিসাম।