Sharing is caring!
আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:
চট্টগ্রামের আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর গ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ে বসতঘরসহ ৪টি গরু-ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকা।মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে বিলপুর গ্রামের মাইজপাড়ার মোহাম্মদ আলমগীরের বসতঘরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আলমগীরের পুত্র মনিরুল আলম সাবিক জানান, আমাদের বসতঘর সংলগ্ন গোয়ালঘরে ছয়টি গরু ও দুইটি ছাগল ছিল। এদের মধ্যে চারটি গরুকে বাঁচানো গেলেও দুইটি গরু ও দুইটি ছাগলকে বাঁচানো গেল না। দিবাগত রাত দেড়টার দিকে কে বা কারা ওই ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে আমাদের ঘুম ভাঙে। কোনো রকম ঘর থেকে বের হতেই দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কেউ শত্রুতা করেই এ আগুন দিয়েছে। এতে ঘরের থাকা নগদ টাকা, স্বর্ণংস্কারসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোহাম্মদ কাদের বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ছুঁটে যায়। ঘটনাস্থলে যাওয়ার কোনো সড়ক না থাকায় আমাদের টিম সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।আনোয়ারা থানার সহকারি পুলিশ পরির্দশক (এসআই) শামসুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।