১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

দুর্গাপুরে উপজেলায় মাদক বিরোধী র‌্যালির আয়োজিত

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২০
দুর্গাপুরে উপজেলায় মাদক বিরোধী র‌্যালির আয়োজিত

Sharing is caring!

তানজিলা আক্তার রুবি :

জেলার দুর্গাপুরে ’’মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ’’ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সর্বস্থরের অংশগ্রহনে আলোচনা সভা, র‌্যালি ও শপথ বাক্য পাঠ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ভার:) রুয়েল সাংমা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন প্রমুখ। আলোচনা শেষে ইউএনও রুয়েল সাংমা উপস্থিত শিক্ষার্থী ও সর্বস্থরের মানুষকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।

সকলকে মাদক থেকে বিরত থাকার আহবান প্রশাসনের।