১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

পটুয়াখালী আগুনমুখা নদীতে স্পিডবোট সংঘর্ষে নিখোজ ১

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২০
পটুয়াখালী আগুনমুখা নদীতে স্পিডবোট সংঘর্ষে নিখোজ ১

Sharing is caring!

এস আল-আমিন খানঁ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় আগুনমুখা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ ব্যক্তিকে সনাক্ত বা সন্ধান করতে পারেনি কেউ। এদিকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কোস্টগার্ডের একটি টিম সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুনমুখা নদীতে অনুসন্ধান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের সিনিয়র পেটি অফিসার মো. শাহজামান। তবে নিখোঁজের খবরটি সঠিক নয় বলে জানিছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ। গলাচিপা পানট্টি ঘাটের স্পিডবোট এর পরিচালক মো. মোমেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় পানপট্টি লঞ্চঘাট এলাকায় রাঙ্গাবালীর কোড়ালিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে গলাচিপার পানপট্টি আসছিল। কিন্তু পানপট্টি ঘাটের কাছাকাছি আসলে যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে পায়রা বন্দরের অপর আরেকটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী স্পিডবোটটি উল্টে যায়। এসময় বোটে থাকা গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. সেকান্দার (৫৫), মো. সাহাবুদ্দিন সিকদার (৪০) ও স্পিডবোট ড্রাইভার মাহবুব আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত সেকান্দার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং সাহাবুদ্দিন প্রা…