Sharing is caring!

আবু রায়হান,পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই শ্লোগাণকে সামনে রেখে নওগাঁর পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বক্তাগন,
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ নাজমুল হামিদ রেজা ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম।
আরো উপস্থিত ছিলেন পোরশা উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সর্বস্তরের মানুষ, এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজনেঃ উপজেলা প্রশাসন পোরশা নওগাঁ।