১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাথে নতুন ওসির মতবিনিময়

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২০
চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাথে নতুন ওসির মতবিনিময়

Sharing is caring!

Manual3 Ad Code

 

ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

Manual6 Ad Code

চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাথে চন্দ্রগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত আটটায় স্থানীয় গণমিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী ওবায়দুল হক
পাটোয়ারী। সভার শুরুতে নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করেন, বাজার কমিটির নেতৃবৃন্দ।
চন্দ্রগঞ্জ বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক গৌতম মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় বক্তব্য রাখেন,
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির প্রধান
উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ।
এসময় উপস্থিত ছিলেন-চন্দ্রগঞ্জ
প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, বাজার কমিটির সমাজ কল্যাণ সম্পাদক
মো. বাবুল হোসেনসহ বাজার কমিটির অন্যান্য
সদস্যবৃন্দ।
নবাগত ওসি মো. জসীম উদ্দীন তাঁর বক্তৃতায় বলেন, খুব শীঘ্রই বাজারের অভ্যন্তরীণ
শৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে। এ
সময় তিনি বলেন- মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভিটিজিং,
চুরি-ডাকাতির সাথে যেই জড়িত থাকুক কাউকে বিন্দু
পরিমাণ ছাড় দেওয়া হবে না।

Manual1 Ad Code