Sharing is caring!

ফারুক আহমেদ,মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা সদর থানার কুচিয়ামোড়া ইউনিয়নের আসবা গ্রামে মাঠ দিবস উপলক্ষ্যে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় রবি/২০১৯-২০ মৌসুমে বাস্তবায়িত সরিষা প্রদর্শনী ও পেঁয়াজ চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু নাসির বাবলু, কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন, মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহি অফিসার আবু সুফিয়ান, উপজেলা কৃষি অফিসার আবু তালহা, কুচিয়ামোড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ আরো অনেক।