Sharing is caring!

মোঃ আলী হোসেন খাঁন ,জগন্নাথপুর থেকে ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সন্ত্রাসীদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে।
জানাযায়.. গতকাল রবিবার রাত ৯ ঘটিকায় উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মুরাদাবাদ গ্রামের মুক্তিযুদ্ধা আব্দুল খালিকের ছেলে টমটম চালক ফয়ছল আহমদ (১৮)। তিনি সৈয়দপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
বাজার থেকে কিছু দুর যাওয়ার পর ১০ /১২ জন দুর্বৃত্ত গাড়িটি আটক করে তাকে মারধর শুরু করে।
সন্ত্রাসীরা থাকে চুরি দিয়ে আঘাত করতে থাকলে তার শুর চিৎকারে আশপাশের লোখ জন আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এলাকাবাসী গুরুতর আহত ফয়ছল আহমদকে জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করা করেছেন। টমটম চালক ফয়ছল আহমদ জানান সৈয়দপুর বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে নোয়াপাড়া এলাকায় যাওয়া মাত্র ১০/১২ জন সন্ত্রাসী হটাৎ করে আমার উপর আক্রমণ চালায় এবং ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে আমার শুর চিৎকারে এলাকার মানুষ আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় তাদের মোবাইলের আলোতে তেঘরিয়া গ্রামের দখন মিয়ার ছেলে, পিয়ার মিয়া ও সৈয়দপুর গ্রামের মানিক মিয়ার ছেলে তারেক মিয়া এই দুইজন কে চিনেছি। এই বিষয়ে জগন্নাথপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।