১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

মদনে ৮শ’ টাকার বিনিময়ে সরকারি বই

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২০
মদনে ৮শ’ টাকার বিনিময়ে সরকারি বই

Sharing is caring!

নেত্রকোনা প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিন একযোগে সারাদেশে সরকারিভাবে বিমামূল্যে বই বিতরণের উৎসব পালিত হলেও ওই দিন ৮শ’টাকা দাবি করায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীকে শূন্য হাতে বাড়ি ফিরে যেতে হয়েছে। নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলার গোবিন্দ্রশ্রী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

 

সরেজমিনে যাবার পর ওই বিদ্যালয়ের ম্যােেনজিং কমিটির সদস্য শাহীন আলম বলেন, এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৫৫০ জনের মত। বই বিতরণের আগের দিন ৩১ ডিসেম্বর মঙ্গলবার ম্যানেজিং কমিটির সভায় প্রতি সেট বইয়ের জন্য ৩ শ’ টাকা করে নেয়ার সিদ্ধান্ত হলেও প্রধান শিক্ষক আজিজুর রহমান স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতি সেট বইয়ের জন্য ৮শ’ টাকা করে আদায় করছেন।

 

বছরের প্রথম দিন বিনামূল্যে বই নিতে আসা প্রায় পাচঁ শতাধিক ছাত্র-ছাত্রী হতাশ হয়ে শূন্য হাতে বাড়ি ফিরে গেছে। তিনি আরো জানান, বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী ৮শ’ টাকার বিনিময়ে বই নিতে বাধ্য হচ্ছে।

 

প্রধান শিক্ষক সরকারি বই টাকা নিয়ে বিক্রি করায় এলাকায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তিনি অভিযোগ করে আরো জানান, প্রধান শিক্ষকের স্বৈচ্ছাচারিতা নানান দুর্নীতি,অনিয়ম, অব্যবস্থা ও ক্ষমতার অপব্যহারে বিদ্যালয়ে অচালবস্থার সৃষ্টি হয়েছে। তার দুর্ব্যবহারে শিক্ষার্থী ও অভিভাবকগন অতিষ্ট হয়ে উঠেছেন।

 

গোবিন্দ্রশ্রী গ্রাম নিবাসী অভিভাবক আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সপ্তম শ্রেণীর এক সেট বইয়ের জন্য প্রধান শিক্ষককে ৮শ’ টাকা প্রদান করতে হয়েছে। একই গ্রাম নিবাসী অপর অভিভাবক ফারুক চৌধুরী বলেন, প্রধান শিক্ষককে অনুরোধ করার পরেও টাকা ছাড়া বই দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন।

 

প্রতিবাদ করায় তিনি আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেয়ারও হুমকি প্রদান করেন। গত বৃহস্প্রতিবার বেলা ২টার দিকে স্কুলের পাশের একটি স্টলে অন্তত ৩০-৩৫ জন অভিভাবক ও কিছু ছাত্র জড়ো হয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের নানান অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন।

 

৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সৈয়দ মাখমুদুল হাসান,সপ্তম শ্রেণীর ছাত্র মোকাক্বের আলী খান ও সপ্তম শ্রেণীর ছাত্র শেখ সামিউল হাসান জানায়, টাকা দিতাম না পারায় বই ছাড়াই প্রথম দিন আমরা সবাই খালি হাতে বাড়ি চইলা গেছি।

 

প্রধান শিক্ষক আজিজুর রহমান রুষ্ট হয়ে বলেন, ‘কত জনেই তো কত কিছু করতাছে। আমি না হয় বই দিয়া টাকা নিছি তাতে কি হইছে ? পারলে ম্যানেজিং কমিটি আমার বিচার করুক।