Sharing is caring!
সাতক্ষীরা থেকে – সেলিম আখুঞ্জী :
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২নং খলিলনগর ইউনিয়নের ২নং মহান্দী ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ ইনসার শেখ। পিতা মৃত তালেব শেখ। রফিকুল, সিরাজুল আর রিজাউল ইনসার শেখের তিন ছেলে। মহান্দী বাজারে ডুকতে মৃত এরশাদ আখুঞ্জীর জমির ঠিক পাশে রাস্তার পাশ থেকে ইনসার শেখ ২ শতক জমি ক্রয় করে প্রেম গং এর কাছ থেকে। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে অনেক কষ্টকরে তিনি জমিটি ক্রয় করে। টাকার অভাবে দোকান আর করা হয়নি তার। কিন্তু যখনই ছোট একটি কাঠের দোকান দিয়ে সে চা ও পান বিক্রয় করা শুরু করে ঠিক তখনই কিছু লোকের চোখের কাটা হয় ইনসার ও তার ছেলেরা। রাতের অন্ধকারে কে বা কারা বিভিন্ন ভাবে সবার অগোচরে শুরু করে নানা ভাবে উৎপাত। কখনও দোকানের তক্তা ভেঙ্গে দিচ্ছে, কখনও দোকানের সামনে থাকা খাট উলটে দিচ্ছে, আবার কখনও দোকানের সামনে প্রসাব পায়খানা করে রাখছে। এভাবে ইনসার শেখের দোকানের উপর চলছে নানা ভাবে অত্যাচার। এটা কোন সভ্য সমাজের কাজ হতে পারে। যাদের ভিতর বিবেক থাকে তারা কি এমন কাজ করতে পারে। ইনসার শেখের ভয় এখন তার দোকান নিয়ে, তার সাথে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি অঝোরে কেদে ফেললেন আর বললেন আমার দোকানটা বুঝি আর রইবে না। কেউ যদি রাতের অন্ধকারে দোকানটা ভেঙ্গে দেয় সবসময় এই আসংখ্যা তার ভিতর। কারা এমন করতে পারে জঘন্যতম কাজ জানতে চাইলে তিনি বলতে পারলেন না কারোর নাম। তিনি একজন সাধারণ মানুষ তাই এলাকার সুধিজন, তালা উপজেলার নির্বাহি কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাহাতে তার কষ্টের টাকায় কেনা জমির উপর দোকান দিয়ে সুষ্ঠুভাবে সংসার চালাতে পারে। তিনি আরও বলেন শেখ হাসিনাতো সবার মঙ্গল করেন, সুষ্ঠ বিচার করেন, অন্যায় কে প্রশ্রয় দেন না, তবে আমি কি সুষ্ঠ বিচার পাব না!