Sharing is caring!


মোঃ মোহাইমিনুল ইসলাম,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে শহীদ আব্দুর রহিম স্মৃতি পাঠাগার উদ্বোধন করলেন আর এক শহীদের গর্বিত জননী নুরজাহান বেওয়া। রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা রবিউস সামাদ এর সভাপতিত্বে উপজেলার ধামশ্রেনী রেজিয়া জেলেখা দাখিল মাদরাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক এম,এ মতিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলাম সরদার, মোজাম্মেল হক, ডাক্তার শরিয়ত উল্লা, সাবেক ছাত্র নেতা নাজমুল হক মানিক, সোহরাব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মন্জুর মোরশেদ, পাঠাগার কমিটির সভাপতি মারুফ আহমেদ প্রমুখ।