Sharing is caring!
ফারুক আহমেদ,মাগুরা জেলা প্রতিনিধিঃ
আজ রবিবার বিকাল চারটায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের মাগুরা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মাগুরা শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক জনাব মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
উক্ত বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখা, মাগুরা জনাব বাবু পঙ্কজ কুমার কুণ্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুপার মোঃ তারিকুল ইসলাম আল আরাফা ইসলামী ব্যাংকের মাধ্যমে ৩০০ শীতার্ত দুস্থ গরিবদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জনাব শরিফুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা শীতে দুস্থ মানুষের মাঝে আল-আরাফাহ ব্যাংকের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছি।
কিছুটা হলেও দুস্থ গরিব মানুষের উপকারে আসবে। কম্বল পেয়েই দুস্থ গরিবা আনন্দ প্রকাশ করেন।
উক্ত বিতরণী সভায় আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার অপারেশন জনাব মোঃ নজরুল ইসলাম সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।