Sharing is caring!

মোহাম্মদ সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধি :
পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব (১) মো. তোফাজ্জল হোসেন মিয়া। বুধবার এই নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার পদোন্নতি খবর পাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নতুন সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার দীর্ঘায়ু কামনা ও সুস্থতায় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম এর পক্ষ থেকে ভাণ্ডারিয়া পৌরসভার বিভিন্ন মসজিদে শুক্রবার জুম্মাবাদ দোয়া মোনাজাত করা হয়।তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। উল্লেখ্যঃ তোফাজ্জল হোসেন মিয়া পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের প্রায়াত শিক্ষায়ানুরাগী আলহাজ্ব আজহার উদ্দিন মিয়ার সুযোগ্য পুত্র।