Sharing is caring!

কৌশিক তালুকদার জামালগঞ্জ প্রতিনিধিঃ
জামালগঞ্জ উপজেলা, ফেনারবাঁক ইউনিয়নের,পাগনার বেড়িবাঁধ কাজ পরিদর্শন ও উদ্বোধন করেন আজ,এসময় উপস্থিত ছিলেন, সিলেট,সুনামগঞ্জ সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য, হাওর কণ্যা,এডঃশামীমা শাহরিয়ার এমপি।এসময়ে তিনি বলেন যতাযত সময়ে এ বছর বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে এবং আগাম বন্যা থেকে,ফসল তোলে নিয়ে যেতে পারবেন বলে আশা করেন তিনি। আর উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, ফেনারবাঁক ইউনিয়নের, চেয়ারম্যান বাবু করুনাসিন্ধুর তালুকদার,তিনি বলেন জনগণের পাশে ছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থেকে সেবা করে যাব।ইউনিয়ন সচিব, অজিত কুমার রায়,ইউনিয়ন মেম্বার,কৃষকবৃন্দ,প্রমুখ।