১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে মাইক্রোবাস সমিতির নির্বাচন সম্পন্ন

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
জগন্নাথপুরে মাইক্রোবাস সমিতির নির্বাচন সম্পন্ন

Sharing is caring!

Manual1 Ad Code

আলী হোসেন খাঁন :

Manual4 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাইক্রোবাস/হাইয়েছ শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪ জানুয়ারি শনিবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ৭টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে বশির আহমদ আলফু (ছাতা) প্রতীকে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আতাউর রহমান দুদু (মোটরসাইকেল) প্রতীকে ৭৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আবু বক্কর (হরিণ) প্রতীকে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জাকারিয়া আহমদ (চেয়ার) প্রতীকে ৭৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আখলাকুর রহমান (মোমবাতি) প্রতীকে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি রুনু মিয়া (আনারস) প্রতীকে ১০৪ ভোট পেয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে শেখ মোঃ জুবের আহমদ (গোলাপ ফুল) প্রতীকে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি গোলাম কিবরিয়া হামজা (চাকা) প্রতীকে ৭২ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ জুয়েল আহমদ (কলস) প্রতীকে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি লালু মিয়া (ডাব) প্রতীকে ৯৯ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে এনামুল হক (উড়োজাহাজ) প্রতীকে ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি খেলন মিয়া (তালাচাবি) প্রতীকে ৭০ ভোট পেয়েছেন। সদস্য পদে জুবেল আহমদ (মাছ) প্রতীকে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জাহাঙ্গীর আলম (আম) প্রতীকে ১০৩ ভোট পেয়েছেন। নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।

Manual1 Ad Code