Sharing is caring!

মোমিনুল ইসলাম পাবনা থেকে : পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার উদীয়মান সাংবাদিক ইয়াছিন শেখ ২০ তম জন্মদিন পালন করা হলো শুক্রবার এদিন রাত সাড়ে ৮টায় ঈশ্বরদীর অন্যতম ফুড গার্ডেন রেষ্টুরেন্টে জন্মদিনের কেক কাটা হয়। জন্মদিন পালনের সংক্ষিপ্ত অনুষ্ঠানটি পরিণত হয় সাংবাদিকদের মিলনমেলায়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন পাবনা জেলা শাখা‘র সভাপতি রেজাউল করিম ফেরদৌস, সাধারণ সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, যুগ্ন- সম্পাদক মিথুন মোল্লা, অর্থ-সম্পাদক তুহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক রিমন হোসেন, ট্রাফিক সার্জেন্ট এটি.এস.আই নাজমুল ইসলাম ও সাংবাদিক মোমিনুল ইসলাম। জাগ্রত নবীণ সংঘ স্পোটিং ক্লাবের সভাপতি মখলেছ শেখ, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম।পরে জন্মদিনের কেক কাটেন সাংবাদিক সহ সুধীজনরা। কেক কাটার পর উপস্থিত সবাইকে ঝাল ও মিষ্টি মুখ করানো হয়।
উল্লেখ্য, ইয়াছিন শেখ, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা শাখা’র প্রচার সম্পাদক , দৈনিক মাতৃজগত প্রত্রিকার পাবনা প্রতিনিধি, মেগানিউজ ২৪.কম ও নবযুগান্তর এর ষ্টাফ রিপোর্টার,হিসেবে কর্মরত আছেন।