১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

বৃষ্টি ও ব্যাপক শীতে ভান্ডারিয়ায় জন জীবন বিপর্যস্ত

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
বৃষ্টি ও ব্যাপক শীতে ভান্ডারিয়ায় জন জীবন বিপর্যস্ত

Sharing is caring!

নাজমুল হোসেন,ক্রইম রিপোটার – ভান্ডারিয়া :

পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌষে আষাঢ়ের মত বৃষ্টি। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত অবিরাম বৃষ্টি এবং শনিবার থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে আমন ধান ক্ষেতে পানি জমায় আমন ধানেরও ব্যাপক ক্ষতির আংশকা করছে কৃষক। ক্ষতি হয়েছে মৌসুমী রবি শষ্যের। কাজে যেতে পারেনি নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শ্রমিকরা।

 

শনিবার ভান্ডারিয়া বাজারে হাটের দিন থাকলেও বাজার ছিল ফাকা। কারণ বর্ষা আর শীতের ফলে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। দুরপাল্লাসহ যানবাহনে যাত্রীদের ভিড় ছিল কম। শীত এবং শীত মৌসেুমে অবিরাম বৃষ্টির ফলে বেড়েছে ঠান্ডাজনিত রোগব্যাধি।