Sharing is caring!

হাবিবুর রহমান রুবেল,হরিনাকুন্ডু (ঝিনাইদহ) থেকে :
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের হতদরিদ্র শিতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিশিষ্ট সমাজ সেবক বেলতলা গ্রামের জাহিদুল ইসলাম বাবু মিয়া ।
শুক্রবার সকালে হরিশপূর লালন একাডেমী প্রঙ্গনে সহস্রাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালীন সময় হতদরীদ্র ৬০ থেকে ৭০ বছর বয়সী নাজিমদ্দীন , আবুল কাশেম , ফুলবানু বেগম , ফুলজান ও আনুরা বেগম বলেন এই প্রচন্ড শীতে খুব কষ্ট করছিলাম, কম্বল পেয়ে কষ্টের হাত থেকে বাচলাম, বাবু মিয়ার জন্য দোয়াকরি আল্লাহ তার ভালো করবেন । কম্বল বিতরণকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ , রাজনৈতীক ব্যক্তিত্ব, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু , সহ সভাপতি জাফিরুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু, যুগ্ন সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ন সহ সাধারন সম্পাদক রাব্বুল হোসেন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান রুবেল ও সদস্য আব্বাস,জাফিরুল সহ , জোড়াদাহ ফাড়ীর পুলিশ উপস্থিত ছিলেন ।