১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

হরিণাকুণ্ডুর জোড়াদাহ ইউনিয়নের হতদরিদ্র শীতার্তরা বাবু মিয়ার কম্বল পেয়ে ভিষণ খুশি

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
হরিণাকুণ্ডুর জোড়াদাহ ইউনিয়নের হতদরিদ্র শীতার্তরা বাবু মিয়ার কম্বল পেয়ে ভিষণ খুশি

Sharing is caring!

হাবিবুর রহমান রুবেল,হরিনাকুন্ডু (ঝিনাইদহ) থেকে  :

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের হতদরিদ্র শিতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিশিষ্ট সমাজ সেবক বেলতলা গ্রামের জাহিদুল ইসলাম বাবু মিয়া ।
শুক্রবার সকালে হরিশপূর লালন একাডেমী প্রঙ্গনে সহস্রাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালীন সময় হতদরীদ্র ৬০ থেকে ৭০ বছর বয়সী নাজিমদ্দীন , আবুল কাশেম , ফুলবানু বেগম , ফুলজান ও আনুরা বেগম বলেন এই প্রচন্ড শীতে খুব কষ্ট করছিলাম, কম্বল পেয়ে কষ্টের হাত থেকে বাচলাম, বাবু মিয়ার জন্য দোয়াকরি আল্লাহ তার ভালো করবেন । কম্বল বিতরণকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ , রাজনৈতীক ব্যক্তিত্ব, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু , সহ সভাপতি জাফিরুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু, যুগ্ন সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ন সহ সাধারন সম্পাদক রাব্বুল হোসেন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান রুবেল ও সদস্য আব্বাস,জাফিরুল সহ , জোড়াদাহ ফাড়ীর পুলিশ উপস্থিত ছিলেন ।