১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

পিরোজপুর সহ ৭ উপজেলায় বৃষ্টিতে বেড়েছে শীতের চরম তীব্রতা

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
পিরোজপুর সহ ৭ উপজেলায় বৃষ্টিতে বেড়েছে শীতের চরম তীব্রতা

Sharing is caring!

আবদ্দুল্লাহ আল নাঈম, পিরোজপুর প্রতিনিধিঃ

পৌষের শীতের গত দু’দিন ধরে গুঁড়ি গুঁড়ি আবার কখনো হালকা বৃষ্টি হচ্ছে। পিরোজপুর জেলা সদর সহ ৭ উপজেলাগুলোতে শুক্রবার ভোর থেকে বৃষ্টি হওয়ায় বেড়েছে ঠান্ডার তীব্রতা কঠিন ভাবে রুপনিচ্ছে। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না সুর্য অস্থ পযুন্ত। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হাড় কাঁপুনি শীতে বৃষ্টি আগমন ঠান্ডার পরিমাণকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বৃষ্টি । শীতের বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, জেলে, মাঝিসহ নিম্ন আয়ের মানুষ।
বিশেষ করে এ এলাকার দরিদ্র মানুষ তাদের কাজকর্মে যেতে পারছেন না বৃষ্টি ও শীতের কারণে। গ্রামীণ সড়ক কাঁদায় মাখামাখি হয়ে গেছে রিক্সা সহ বিভিন্ন যান বাহন সড়ক দুর র্ঘটনার খবর পাওয়া যাচ্ছে এ ছাড়া হাট-বাজার জনশূন্য হয়ে আছে ।