Sharing is caring!

ঝালকাঠির রাজাপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
০৪/০১/২০২০ইং তারিখ শনিবার বেলা ১১ টার দিকে রাজাপুর উপজেলা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
আ’লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দগন উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও ছাত্রলীগের দলীয় পতাকা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা শহরের বর্নাঢ্য র্যালি বের করে এবং র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা, উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের সকল নেতাকর্মীরা এ অনুষ্ঠানে অংশ নেন।