১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

চ্যানেল আই ‘প্রকৃতি মেলা’ উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
চ্যানেল আই ‘প্রকৃতি মেলা’ উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত

Sharing is caring!

 

মোহাম্মদ সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধি :
চ্যানেল আই ‘প্রকৃতি মেলা’ ২০২০ উপলক্ষে পিরোজপুরে শুক্রবার আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাম্পাদক মো. মুনিরুজ্জামান নাসিম, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌরসভার প্যানেল মেয়র সাইদুল্লাহ লিটন।পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু’র সভাপতিত্বে এবং চ্যানেল আই পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষিবিদ জগৎপ্রিয় দাস বিষু, মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাংবাদিক এ কে আজাদ, শফিউল হক মিঠু, এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, মহিলা নেত্রী শিরিনা আফরোজ, খেলাফত হোসেন খসরু। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় র‌্যালী।
আলোচনা সভা ও র‌্যালীতে পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদলসহ জনপ্রতিনিধি, আইনজীবী, কৃষিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।