১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ঈদকে সামনে রেখে সিলেটে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা

admin
প্রকাশিত মে ২৭, ২০১৯
ঈদকে সামনে রেখে সিলেটে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা

Sharing is caring!

ফকির হাসান :: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

র‌্যাব জানায়, ঈদকে সামনে রেখে বাসস্ট্যান্ড, রেলস্টেশনে বিস্ফোরক বা অন্য কোনও সন্দেহজনক দ্রব্যাদি শনাক্তকরণে নিরাপত্তা নজরদারিসহ বিশেষ চেকপোস্ট স্থাপন করা হবে।

এছাড়া বিশেষ টহলের পাশাপাশি সাদা পোশাকে ও মোটরসাইকেল টহলসহ র‌্যাব সদস্যরা শপিংমল, জনবহুল, গুরুত্বপূর্ণ এলাকা, মসজিদ ও তার আশপাশ এলাকায় সতর্কতার সঙ্গে অবস্থানে থাকবে। এ সময় বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল এবং চুরি, ছিনতাইসহ যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হতে পারে সেব্যাপারে সতর্ক থাকবে র‌্যাব।

সিলেট র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার ওবাইন (গণমাধ্যম) বলেন, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে মানুষ নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য র‌্যাব সব সময় সতর্ক থাকে। এবারের ঈদে সিলেটে যাতে কোন অনাকাঙ্কিত ঘটনা না ঘটে সেজন্য আমরা প্রস্তুত। সব ধরনের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।