Sharing is caring!

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
‘‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার সুসান্ত কুমার দেব, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আজিজুল হক। এসময় বক্তারা মাদকের কুফল ও প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।