Sharing is caring!

মোঃ আলী হোসেন খাঁন ,জগন্নাথপুর প্রতিনিধি :-
সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামীকাল ৪ জানুয়ারি রোজ শনিবার মাইক্রোবাস সমিতির নির্বাচন।
মাইক্রোবাস/হাইয়েছ শ্রমিক সমিতির নির্বাচন স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৭টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রার্থীরা হলেন-সভাপতি পদে দুদু মিয়া ও আলফু মিয়া। সহ-সভাপতি পদে জাকারিয়া, রিপন মিয়া ও আবু বকর। সাধারণ সম্পাদক পদে রুনু মিয়া ও আখলাকুর রহমান। যুগ্ম-সম্পাদক পদে হামজা ও জুবেল। সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল মিয়া ও লালু মিয়া। কোষাধ্যক্ষ পদে শংকর দাস, এনাম মিয়া ও খেলন মিয়া। সদস্য পদে জুবেল মিয়া ও জাহাঙ্গীর মিয়া। ২৫২ জন শ্রমিক ভোটার তাদের ভোটের মাধ্যমে শ্রমিক নেতা নির্বাচিত করবেন।
নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে আরেক শ্রমিক নেতা আজিজ মিয়া জানান।