Sharing is caring!

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সচিব মো. আবু শাহেদ চৌধুরীর পিতা ফরিদ আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান নগরপিতা।জানা যায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় স্ট্রোকজনিত কারণে ফরিদ আহমদ চৌধুরী মারা যান।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। কর্মজীবনে তিনি উখিয়ার কোট বাজার রত্না পালং আর্দশ উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।মৃত্যুকালে ছেলে-মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গণগ্রাহী রেখে গেছেন ফরিদ উদ্দিন চৌধুরী। আজ শুক্রবার বিকাল ৩টায় কোটবাজার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।