১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

মাগুরা শ্রীপুর উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্দ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২০
মাগুরা শ্রীপুর উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্দ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন

Sharing is caring!

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

মাগুরা শ্রীপুর উপজেলার আনসার ও ভিডিপি র্কাযালয়ে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় করেছেন মাগুরা জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ আমমার হোসেন।

 

জেলা কমান্ড্যান্ট এর সভাপতিত্বে রবিবার দুপুরে শ্রীপুর উপজেলায় আনসার ও ভিডিপি র্কাযালয়ে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাঃ জনাব মোঃ রোকন উদ্দীন, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শীতবস্ত্র অনুষ্ঠানে জনাব আমমার হোসেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সরকার দেশের ব্যপক উন্নয়ন করেছেন।

 

বর্তমান সরকার দেশের রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গীর্জা, শন্মানঘাট উন্নয়ন করেছেন।

 

এছাড়া দেশের হতদরিদ্রদেরকে বয়স্ক , বিধবা, মাতৃভাতা, ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড, গৃহীন ঘর ও শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছেন।

 

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্রি লেখাপড়া করার সুযোগ সুবিধা দিয়েছেন। শহরের ৪ লেন সড়ক ও মেডিকেল কলেজ হাসপাতাল, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নির্মাণ করে দিয়েছেন সরকার।

 

বেকারত্বদের কর্মসংস্থানের প্রত্যেক জেলায় যুব উন্নয়ন প্রতিষ্ঠান করেছেন। এছাড়া ঘরে ঘরে বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ সোলার প্যানেল পৌছে দিচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা নিজের স্বার্থে দেশ পরিচালনা করে না দেশের মানুষের ভাগ্যউন্নয়নের কল্যাণে কাজ করেন।