Sharing is caring!

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পুর্বপার /পৌর পয়েন্ট মালিক শ্রমিক দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে, এরি প্রতিবাদে গতকাল সন্ধায় জগন্নাথপুর পুর্বপার / পৌর পয়েন্টের সিএনজি অটোরিক্সা মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে জগন্নাথপুর পৌর সভার হল রুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিতৃ করেন জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৬ নং ওয়াড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মালিক সমিতির বাবুল দাশ,সহ সভাপতি আলাউদ্দিন,,সাধারণ সম্পাদক সুমন মিয়া, জগন্নাথপুর উপজেলা শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মশাইদ আলী, মালিক সংগঠনের আহ্বায়ক রুবেল মিয়া, কোষাধ্যক্ষ ইউসুফ মিয়া, প্রমুখ।
বক্তারা তাদের প্রতিবাদি কন্ঠে বলেন, দুইজন পেশাদার চাঁদা বাজ ও সন্ত্রাসী প্রতিনিয়ত জগন্নাথপুর হেলিপেডে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তাদের চাঁদাবাজির কারণে বার বার হামলা মামলার ঘটনা ঘটছে। বারাটে এই দুই চাঁদাবাজকে হেলিপেট থেকে নির্মুল করতে হবে,বক্তারা আরো বলেন রাণীগঞ্জ স্টেন্ডের মালিক সমিতির সভাপতি আজমল হোসেন মিটু ও সাধারণ সম্পাদক লিটন মিয়া, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে জোর পূর্বক জগন্নাথপুর হেলিপেডে ষ্টেন্ড বসিয়ে দুই চাঁদাবাজের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, আমাদের ন্যেয অধিকার থেকে বঞ্চিত করে দখল বাজ ও চাঁদাবাজরা। আমরা
আইনের আইনের প্রতি শ্রদ্ধাশিল থাকায় বার বার আইনের সরনাপন্য হয়ে ও সঠিক বিচার পাচ্ছিনা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য কর্মসূচির অংশ হিসাবে আগামী ৪ জানুয়ারি কর্মবিরতি ও মানববন্ধন পালনের ঘোষণা দেওয়া হয়।
তাদের ঘোষণা মতে আনদোলনের মাধ্যমে জগন্নাথপুর হেলিপেড থেকে চাঁদাবাজ ও অবৈধ দখল বাজদের উচ্ছেদ করে ছারব ইনশাল্লাহ।আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র শফিকুল হক শফিক বলেন, ধৈয্য ও সহনশীল হয়ে তোমাদের মৌলিক অধিকার আদায় করবে, এতে করে কোন ধরনের দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে নয় দাঙ্গা হাঙ্গামা মানুষের কল্যাণ বয়ে আনেনা বলে সভার সমাপ্তি ঘোষণা করেন।