Sharing is caring!

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
‘‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধি প্রচারণা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু প্রেরণা ৭১ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সেখান থেকে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আজিজুল হক, অগ্রণীমুক্ত স্কাউট গ্রুপের সদস্য, কারারক্ষী, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মাদকের কুফল ও প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।