১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

হরিণাকুণ্ডুতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২০
হরিণাকুণ্ডুতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

Sharing is caring!

হাবিবুর রহমান রুবেল, হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারমান শহিদুল ইসলাম শিলু, উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, জেলা প্রেসক্লাব এর নির্বাহী সদস্য সুলতান আল একরাম,প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু,ইউপি চেয়ারমান ছমির উদ্দিন, মোহাম্মদ আলী,এনজিও প্রতিনিধি আলতাপ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খাঁন।