Sharing is caring!

ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিদি ::
লক্ষ্মীপুরে শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ৯টায় পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।নিহত শ্রমিকরা হলেন সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), সমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫) ও আবিনগর
গ্রামের মফিজ (৪৫)। আহতরা হলেন- আব্দুর নুর, সৈয়দ আহম্মদ, আবুল হোসেন, ইয়াছিন, রবিউল, নজির, বাবুল ও আকবর। তাদেরকে লক্ষ্মীপুর সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সকালে শ্রমিক লোকজনবাহী একটি পিকআপ চন্দ্রগঞ্জের
দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালায়, পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজে যোগ দেয়। এসময় তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, পিকআপ’টি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপের ড্রাইভার লিটন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।