Sharing is caring!
আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :-
নগরীর পতেঙ্গায় শিপিং কোম্পানির স্টোরে অগ্নিকাণ্ডে মো. জাবেদ হোসেন (১৭) নামে এক তরুণের করুণ মৃত্যু হয়েছে।বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কাটগড় এলাকায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
নিহতের জাবেদ কুমিল্লার লাঙ্গলকোট থানার নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কেইপিজেড ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়।
প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে গুদাম থেকে জাবেদের মরদেহ উদ্ধার করা হয়।