১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ভাণ্ডারিয়ায় বই উৎসব পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২০
ভাণ্ডারিয়ায় বই উৎসব পালিত

Sharing is caring!

 

মোহাম্মদ সুমন মল্লিক বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার ২০২০সালের নতুন বছরের বই ভান্ডারিয়া পৌরসভা সহ উপজেলার বাকি ৬টি ইউনিয়নে মাধ্যমিক ৩৮,মাদ্রাসায় ৩৮ ও প্রাথমীকে ১৬৪সহ মোট ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের মাধ্যমে ৩ লাখ ৩৮হাজার ৭৮টি বই বিতরণ করা হয়েছে।
ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য এবং জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম ,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মশিউর রহমান মৃধা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দা বিতরণ করেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম,ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিমাদ্রী শেখর দেবনাথ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ,মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু,উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু,সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার,যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথী,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিস জোমাদ্দার, শিক্ষক আবুয়াল হোসেন ,মো.মনির হোসেন হাওলাদার সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিতরণ উপলক্ষে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভকেশনালে ১৭২শিক্ষার্থীর ৩২০৪টি সহ ৩লাখ ৩৮হাজার ৭৮টি বই বিতরণ করা হয়েছে ।