Sharing is caring!

নতুন সকাল, নতুন দিন।
আজ জানুয়ারি ১ তারিখ
ফকির হাসান এর শুভ জন্মদিন!
আরও একটা বছর পেরিয়ে গেল,
বেড়ে গেল আরও একটা মোমবাতির সংখ্যা।
কিছু কথাঃ ১৯৯১ সালের জানুয়ারী মাসের ১ তারিখ, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১২ ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সিগুয়া গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম ফকির মোঃ হাসান। পিতা- ফকির মোঃ কালা শাহ্,প্রধান সম্পাদক – সাপ্তাহিক অভিযোগ পত্রিকা। মাতা- মোছাঃ নাজমা বেগম। বর্তমানে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে দেশ ও জনগণের সেবায় নিয়জিত থাকতে চান তিনি।