Sharing is caring!

ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মহান মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর কমান্ডার এবং জাতীয় সংসদের মুন্সীগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য উইং কমান্ডার (অব) এম হামিদুল্লাহ খাঁন বীরপ্রতীকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। উল্লেখ্য,তিনি দৈনিক জনকণ্ঠ সম্পাদক,মুদ্রাকর ও প্রকাশক, মহান মুক্তিযুদ্ধের শ্রীনগর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খাঁন মাসুদ (এম এ খাঁন মাসুদ)এর মেজ ভাই।মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে।