Sharing is caring!

জামরুল ইসলাম রেজা, ছাতক থেকেঃ
অদ্য ২৯/১২/২০১৯ইং তারিখ রোজ রবিবার দোয়ারা বাজার উপজেলার “সেবা”স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। নরসিংপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের প্রায় ৮০টি হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র তোলে দেওয়া হয়।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃনাজিম উদ্দিনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ আল-আমিন সাহেব। প্রথমে কোরআন তিলাওয়াত করেন অত্র সংগঠনের ধর্ম বিষয়ক সম্পদক হাফিজ মোঃ আমিনুর রহমান,স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মোঃমাহফুজুর রহমান ও উদ্দ্যেশ মূলক বক্তব্য রাখেন অত্র সংগঠনের সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ।
আরোও বক্তব্য রাখেনঃ
জনাব আঃহান্নান মিয়া সাহেব-সদস্য ৯নং ওয়ার্ড, নরসিংপুর ইউ/পি।
জনাব ডাঃফজলুর রহমান সাহেব-সভাপতি,বালিউরা বাজার ব্যবসায়ী কমিটি।
জনাব আঃহেকিম সাহেব-সদস্য ৭নংওয়ার্ড,নরসিংপুর ইউ/পি।
জনাব মাওঃ সাদিক সালিম সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব আঃজলিল শামীম সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব আব্দুল মতিন সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব মাওঃসাইফুর রহমান সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব এ,এফ,এম,সালমান সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব রুহুল কুদ্দছ তিলক সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব আবুল কাশেম মুহিন সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
মহতী সভায় আরোও উপস্থিত ছিলেনঃ
মোঃআফজল হোসাইন-সাংগঠনিক সম্পাদক,
মোঃমিজানুর রহমান-অর্থ বিষয়ক সম্পাদক,
এম,এইচ, আদর-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,
মোঃবিল্লাল তালুকদার-ক্রীড়া সম্পাদক,
তাজউদ্দিন আহমদ-আপ্যায়ন সম্পাদক জুবায়ের আহমদ, হোসেন খোকন, খলিলুর রহমান ফিরোজ,আবুল হোসেন,কাউছার আহমদ,সাজ্জাদ হোসেন,ইয়াহ্ইয়া,কয়েছ আহমেদ সহ আরো প্রমুখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।