১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

“সেবা”স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৯
“সেবা”স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র সামগ্রী বিতরণ

Sharing is caring!

জামরুল ইসলাম রেজা, ছাতক থেকেঃ

অদ্য ২৯/১২/২০১৯ইং তারিখ রোজ রবিবার দোয়ারা বাজার উপজেলার “সেবা”স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। নরসিংপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের প্রায় ৮০টি হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র তোলে দেওয়া হয়।

 

অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃনাজিম উদ্দিনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ আল-আমিন সাহেব। প্রথমে কোরআন তিলাওয়াত করেন অত্র সংগঠনের ধর্ম বিষয়ক সম্পদক হাফিজ মোঃ আমিনুর রহমান,স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মোঃমাহফুজুর রহমান ও উদ্দ্যেশ মূলক বক্তব্য রাখেন অত্র সংগঠনের সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ।

 

আরোও বক্তব্য রাখেনঃ
জনাব আঃহান্নান মিয়া সাহেব-সদস্য ৯নং ওয়ার্ড, নরসিংপুর ইউ/পি।
জনাব ডাঃফজলুর রহমান সাহেব-সভাপতি,বালিউরা বাজার ব্যবসায়ী কমিটি।
জনাব আঃহেকিম সাহেব-সদস্য ৭নংওয়ার্ড,নরসিংপুর ইউ/পি।
জনাব মাওঃ সাদিক সালিম সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব আঃজলিল শামীম সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব আব্দুল মতিন সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব মাওঃসাইফুর রহমান সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব এ,এফ,এম,সালমান সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব রুহুল কুদ্দছ তিলক সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।
জনাব আবুল কাশেম মুহিন সাহেব-উপদেষ্টা,অত্র সংগঠন।

 

মহতী সভায় আরোও উপস্থিত ছিলেনঃ
মোঃআফজল হোসাইন-সাংগঠনিক সম্পাদক,
মোঃমিজানুর রহমান-অর্থ বিষয়ক সম্পাদক,
এম,এইচ, আদর-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,
মোঃবিল্লাল তালুকদার-ক্রীড়া সম্পাদক,
তাজউদ্দিন আহমদ-আপ্যায়ন সম্পাদক জুবায়ের আহমদ, হোসেন খোকন, খলিলুর রহমান ফিরোজ,আবুল হোসেন,কাউছার আহমদ,সাজ্জাদ হোসেন,ইয়াহ্ইয়া,কয়েছ আহমেদ সহ আরো প্রমুখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।