১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিষিদ্ধ পলিথিন জব্দ, ২. দুই ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
নিষিদ্ধ পলিথিন জব্দ, ২. দুই ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

Sharing is caring!


Manual7 Ad Code

নিষিদ্ধ পলিথিন জব্দ, ২. দুই ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

Manual1 Ad Code

জেলা প্রতিনিধি (চাঁদপুর);-পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। রোববার দুপুরে শহরের বাবুরহাট বাজার এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং দুইজন ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

Manual7 Ad Code

অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া, অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Manual7 Ad Code

জানা যায়, অভিযানে দুই ব্যবসায়ীর দোকান থেকে মোট ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এর মধ্যে ফখরউদ্দীন (৪০) নামে এক ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ৫৩ কেজি এবং বিল্লাল পাটোয়ারী (৪৫) নামে আরেক ব্যবসায়ীর দোকান থেকে ৯৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, “পরিবেশ সুরক্ষায় অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।”

Manual1 Ad Code
Manual3 Ad Code