Sharing is caring!
পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি -“পলিথিন ফেলে দিন পাটের ব্যাগ হাতে নিন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(৪ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা হল রুমে পাট চাষের গুরুত্ব,পাটের বতর্মান অবস্থা ও সম্ভাবনা, পাট কর্তন,পাট পচন এবং উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ৭৫ জন পাট চাষী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্ধোধন করেন,পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পাট অধিদপ্তরের যুগ্নসচিব পরিচালক (প্রশাসন ও অর্থ) সত্যকাম সেন,সহকারী পরিচালক পাট অধিদপ্তর রংপুর সোলায়মান আলী,গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন ,উপজেলা পাট অধিদপ্তরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেন,উপজেলা পাট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দবিরুল ইসলাম প্রমুখ।