২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি

রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৩
রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

Sharing is caring!

ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে আগুনের এ ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন বলেন, সকাল ৭টার সময় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে যাত্রীবেশে উঠে আগুন দেওয়া হয়। একপর্যায়ে বাসটির পেছনের দিকে আগুন দেখা যায়, এ সময় জানালা দিয়ে লাফিয়ে নেমে যায় কয়েকজন যুবক।