১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আর্জেন্টিনা জয়ের খুশিতে স্ট্রোক করে যুবকের মৃত্যু

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২২
আর্জেন্টিনা জয়ের খুশিতে স্ট্রোক করে যুবকের মৃত্যু

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টার: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের আর্জেন্টিনার জয়ের খুশিতে শামীম মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা-মেক্সিকোর বিরুদ্ধে গোল করলে খুশিতে নিজ বাড়িতে তিনি স্ট্রোক করে মারা যান।

জানা গেছে, ফুটবল ভক্ত শামীম মিয়া উপজেলার কলুংকা গ্রামের মোঃ তাহের উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, শামীম আর্জেন্টিনার অন্ধ ভক্ত ছিল। শনিবার দিবাগত রাত আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ দেখছিলেন শামীম। খেলায় আর্জেন্টিনার মেসি গোল দিতেই গোল গোল বলে চিৎকার করলে খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোক করেন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, শামীম মিয়া দুই সন্তানের জনক। শামীম মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শামীমের পিতা তাহের উদ্দিন বলেন, শামীমের হার্টের সমস্যা রয়েছে। এর আগেও দুইবার স্ট্রোক করেছে। তবে গতরাতে আর্জেন্টিনা খেলোয়াররা গোল করায় সবার সাথে সেও চিৎকার দেয়। ওই চিৎকারের তার স্ট্রোক হয়। পরে উপস্থিত লোকজন তাঁকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন