১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিমান্তে বন্য হাতির মৃত্যু

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২২
সিমান্তে বন্য হাতির মৃত্যু

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টার: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বেতগড়া সীমান্তে বৃহস্পতিবার রাতে পাহাড় থেকে পড়ে গিয়ে এক বন্যহাতির মৃত্যুর খবর পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায় বেতগড়া সীমান্তে পড়ে থাকা মৃত বন্যহাতিকে দেখার জন্য মানুষের ঢল নেমেছে।

ঘটনাস্থলে লোকজনের কাছ থেকে জানা যায়, শুক্রবার ভোরে স্থানীয় লোকজন পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখেন মৃত এই বন্যহাতি।

ধরনা করা হচ্ছে সমতলে ধান খেতে আসা নিচে নামার সময় পাহাড় ধসে পড়ে গিয়ে হয়তো মৃত্যু হয়েছে।

গত সোমবার একই এলাকায় পাহাড় থেকে সমতলে কৃষকের ধান খেতে আসা বন্যহাতিকে তাড়াতে গিয়ে হাতির আক্রমণে এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।