Sharing is caring!

বোচাগঞ্জ /দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা একেএম আফজালুল আনাম রবিবার (২২ জুন) সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচার চালান। তিনি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন। মাওলানা আফজালুল আনাম দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি বুনিয়াদপুর আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, এলাকায় শান্তিপূর্ণভাবে প্রচার কার্যক্রম চলছে এবং সাধারণ মানুষের সাড়া ইতিবাচক।