Sharing is caring!

কুমিল্লা জেলার লাকসাম উপজেলা কান্দির পাড় দক্ষিণ ইউনিয়নের সিংজোর গ্রামের এই মহিলা একই বাড়ীর পাশের ঘরের এক মহিলাকে স্বর্ন-গহনা, টাকা-পয়সার লোভে বালিশ চাপা দিয়ে খুন করে। খুনি মহিলা ঐ বাড়ীর অন্য ঘরের পূত্র বধু। খুন করে স্বর্ন-গহনা লুট করে। পরবর্তীতে খুনি মহিলাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশের নিকট খুনি মহিলা খুন করার কথা স্বীকার করে এবং স্বর্ন-গহনা চুরি করার কথা স্বীকার করে। উল্লেখ্য, খুন হওয়া মহিলার সাথে খুনি মহিলার কোন আত্মীয়তা বা রক্তের সম্পর্ক নাই।