Sharing is caring!

বিশেষ প্রতিনিধি,
শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা বার এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। এছাড়াও তিনি গাইবান্ধা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গণমাধ্যমে জানান, “বিএনপির অফিস ভাঙচুরের মামলার তদন্তে এ্যাড. ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গাইবান্ধায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করে যুবদল ও বিএনপি। এই মামলা দুটিতে জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত আসামী করা হয়। এ মামলায় অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।