Sharing is caring!

স্টাফ রিপোর্টার :
সিয়াম হোসেন
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আব্দুল হাই পুলিশ তিনি দীর্ঘদিন ধরে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আসছেন।
সোনালী ব্যাংক টাঙ্গাইল শাখা থেকে উত্তোলন করা বৃদ্ধার ৫০ হাজার টাকা ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
জানা যায়, আজ রোববার সকালে ভুক্তভোগী ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাইরে বের হলে ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ আব্দুল হাই প্রশংসায় ভাসছেন এবং সাধারণ মানুষ ব্যাংক থেকে লেনদেনের সময় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।