Sharing is caring!

বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের প্রত্যন্ত পল্লী বড় বদলাপাড়া গ্রামের মরিচ ক্ষেত থেকে মাথা বিহীন মহিলার লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফিঙ্গার প্রিন্টের তথ্যের মাধ্যমে জানা যায় ঐ মহিলার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দেলালপুর গ্রামে। তিনি রবিউলের মেয়ে দেলোয়ারা (৩০)। ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব ডি সার্কেল) মোছাঃ আসিফা আফরোজ।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মাথা ছাড়া লাশ পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মাথা বিহীন দেহটি উদ্ধার করি। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, লাশের পরিচয় প্রাথমিকভাবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে । লাশের মাথা উদ্ধারে পুলিশ প্রাথমিকভাবে লাশের আশেপাশে ঝোপঝাড় ও পার্শ্ববর্তী নদীতে অভিযান চালিয়েছে । এখন পর্যন্ত লাশের মাথা খুঁজে পাওয়া যায় নাই। লাশের মাথা উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।